কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দরপত্র ও নিয়োগ প্রক্রিয়া।
কিশোরগঞ্জ জেলা, যা বাংলাদেশের অন্যতম বৃহত্তর হাওর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ, তার পানি সম্পদ ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। এই অঞ্চলের জীবনযাত্রা মূলত পানি ও হাওরকেন্দ্রিক। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কাজ হলো এই হাওর অঞ্চলের পানি সম্পদকে সঠিকভাবে পরিচালনা করা, যা স্থানীয় অর্থনীতি এবং জনজীবনের সুরক্ষায় অপরিহার্য।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কাজ:
বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন রোধ: হাওর অঞ্চলের প্রধান চ্যালেঞ্জ হলো আগাম বন্যা এবং নদীভাঙন। বোর্ড বন্যা প্রতিরোধে বাঁধ নির্মাণ ও মেরামত করে এবং নদীর তীর রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে।
সেচ ব্যবস্থা ও কৃষি উন্নয়ন: হাওর এলাকার প্রধান ফসল বোরো ধান। পানি উন্নয়ন বোর্ড সেচ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন খাল খনন, পুনঃখনন এবং পাম্পিং স্টেশন পরিচালনা করে, যা কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা করে।
জলপথ ও যোগাযোগ ব্যবস্থা: বর্ষাকালে হাওর অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম হলো নৌপথ। বোর্ড জলপথের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ড্রেজিং এবং অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে।
জীবিকার মান উন্নয়ন: বোর্ড বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হাওর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে। এর মধ্যে জাইকা (JICA) অর্থায়নে পরিচালিত 'হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্প' অন্যতম।
এই কাজগুলোর সফল বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং জনবল নিয়োগ করে থাকে।
এক নজরে দেখুনঃ
১। দরপত্র প্রক্রিয়া তথ্যাবলী
২। কর্মস্থল সমূহ
৩। চাকুরী আবেদন প্রক্রিয়া
৪। প্রার্থীর যোগ্যতা
৫। প্রার্থীর অভিজ্ঞতা
৬। পদের নাম ও সংখ্যা
৭। ক্যাটাগরী ও বেতন
৮। ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা
৯। অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের নামের তালিকা
১০। সফল ও নির্বাচিত দরদাতা প্রতিষ্ঠানের নাম
১। দরপত্র প্রক্রিয়া তথ্যাবলী
দরপত্র আহবানকারী প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB), কিশোরগঞ্জ।
দরপত্র আহবানকারী পদবী নামঃ নির্বাহী প্রকৌশলী
দরপত্র আইডি: ১১২১২২৮
দরপত্র বাজেটের ধরণঃ রাজস্ব (Revenue)
দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ৩০ জুন ২০২৫, বেলা ১২:০০ টা
দরপত্র উন্মুক্তকরণের তারিখ ও সময়: ৩০ জুন ২০২৫, বেলা ১২:০০ টা
দরপত্রের কাজের মেয়াদঃ ৩০ জুন ২০২৭ মোট ২৪ (চব্বিশ) মাস (নবায়নযোগ্য)
দরপত্রে অংশগ্রহনকারী ঠিকাদার প্রতিষ্ঠানের সংখ্যাঃ ৫টি
২। কর্মস্থল সমূহ
প্রতিষ্ঠানের নাম: নির্বাহী প্রকৌশলী, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগ, বিডব্লিউডিবি, কিশোরগঞ্জ । উপজেলা কার্যালয় সমূহের নাম ক্রয়কারী ও ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক জানা যেতে পারে।
৩। চাকুরী আবেদন প্রক্রিয়া
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগ, বিডব্লিউডিবি-এর আওতাধীন আউটসোর্সিং জনবলের জন্য আবেদন প্রক্রিয়া সরাসরি প্রার্থীদের মাধ্যমে হয় না। এটি মূলত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হয়। আবেদন করার আগে প্রার্থীকে অবশ্যই নিম্নে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
৪। প্রার্থীর যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: সকল পদের জন্য ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC)/ জুনিয়র দাখিল সার্টিফিকেট (JDC) বা যেকোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সমমানের সনদধারী হতে হবে ।
বয়সসীমা: সকল পদের জন্য ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর ।
৫। প্রার্থীর অভিজ্ঞতা
গাড়ী চালকঃ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে ৩ বছরের ব্যবহারিক ড্রাইভিং অভিজ্ঞতা ।
স্প্রিড বোর্ড ড্রাইভাতঃ কমপক্ষে ৫ বছরের ব্যবহারিক অভিজ্ঞতা ।
অন্যান্য পদের জন্য দরপত্র শর্তাবলী মোতাবেক নির্দিষ্ট অভিজ্ঞতার উল্লেখ নেই।
৬। পদের নাম ও সংখ্যা
গাড়ী (চালক): ২ জন
মালী/বাগান পরিচর্যাকারী: ১ জন
স্পিড বোট চালক: ১ জন
বেয়ারার: ১ জন
চৌকিদার: ২ জন
পরিচ্ছন্নতাকর্মী: ৪ জন
গেট অপারেটর: ৫ জন
খালাসী: ৩ জন
মোট: ১৯ জন ।
৭। ক্যাটাগরী ও বেতন
দরপত্র তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের জন্য যে পদগুলোর উল্লেখ করা হয়েছে, সেগুলো প্রধানত এই তিনটি ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২, ক্যাটাগরি-৪, এবং ক্যাটাগরি-৫) অন্তর্ভুক্ত।
ক্যাটাগরি-২, অন্যান্য এলাকার জন্য: মাসিক ১৭,৯৯২ টাকা।
ক্যাটাগরি-৪, অন্যান্য এলাকার জন্য: মাসিক ১৭,১০৮ টাকা।
ক্যাটাগরি-৫, অন্যান্য এলাকার জন্য: মাসিক ১৬,৬৭৩ টাকা।
৮। ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা
প্রণোদনা ভাতা: সেবাকর্মীরা প্রতি বছর দুটি উৎসব প্রণোদনা হিসাবে এক মাসের সমপরিমাণ মাসিক সেবামূল্যের অর্ধেক (৫০%) হারে এবং বৈশাখী প্রণোদনা হিসাবে মাসিক সেবামূল্যের এক-পঞ্চমাংশ (২০%) হারে প্রণোদনা সেবামূল্য প্রাপ্য হবেন ।
ছুটি: একজন সেবাকর্মী প্রতি পঞ্জিকা বর্ষে ১৫ দিন ছুটি পাবেন । নারী সেবাকর্মীরা মেডিক্যাল সার্টিফিকেটের ভিত্তিতে ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন ।
প্রশিক্ষণ: সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ খাত থেকে সেবাকর্মীকে প্রতিষ্ঠানের মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে ।
ইউনিফর্ম: প্রতি অর্থবছরে একজন সেবাকর্মী দুই সেট ইউনিফর্ম (Uniform) পাবে এবং তাদের ইউনিফর্ম পরেই দায়িত্ব পালন করতে হবে । ইউনিফর্মের খরচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে ।
পেনশন: সেবাকর্মীকে জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হতে হবে ।
বেতন প্রদান: সেবাকর্মীর মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রদান করতে হবে । এই সেবামূল্য সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে দেওয়া হবে ।
অতিরিক্ত কাজের ভাতা: শুধুমাত্র গাড়িচালকদের অতিরিক্ত কাজের জন্য প্রতি ঘণ্টা ৮০ টাকা হিসাবে অতিরিক্ত সেবামূল্য প্রদান করা যাবে । তবে মাসিক সর্বোচ্চ ১০০ ঘণ্টার বেশি অতিরিক্ত সেবামূল্য প্রদেয় হবে না ।
নিরাপত্তা: নিরাপত্তা সেবা ক্রয়ের ক্ষেত্রে অঙ্গীভূত আনসার সদস্যের সেবা ক্রয় করতে হবে । আনসার সদস্য পাওয়া না গেলে অন্যান্য সেবা ক্রয়ের মতো নিরাপত্তা সেবা ক্রয় করা যাবে ।
পরিচ্ছন্নতাকর্মীর সেবা ক্রয়ের ক্ষেত্রে হরিজন সম্প্রদায়কে অগ্রাধিকার দিতে হবে ।
৯। অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের নামের তালিকা
B.S.S. Security Services Ltd.
Duct Engineering Ltd.
M/S. H.R.K
Souad Business Line Limited
State Services Limited
১০। সফল ও নির্বাচিত দরদাতা প্রতিষ্ঠানের নাম
সর্বশেষ তথ্য অনুযায়ী B.S.S. Security Services Ltd. নামক প্রতিষ্ঠানটি সফল দরদাতা হিসাবে নির্বাচিত হয়েছে। কিশোরগঞ্জ জেলায় পানি উন্নয়ন বোর্ড এ কাজ করতে আগ্রহী প্রার্থীগনকে কোন প্রকার মাধ্যম ছাড়া ক্রয়কারী কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ করে আবেদন করার জন্য অনুরোধ করছি।
এই পোস্টের বিষয়ে আরও তথ্য জানতে কমেন্ট বক্সে প্রশ্ন করতে ভুলবেন না।
আবেদন কিভাবে করবো?
উত্তরমুছুনআবেদন করবো কিভাবে?
উত্তরমুছুনএই কাজটি B.S.S. Security Services Ltd. নামক প্রতিষ্ঠান পেয়েছে। প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন।
উত্তরমুছুন