uBrWjKKn0X6E2EFaU2timxnEY6hvslf4pFTE5iAL

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ৩০০ জন আউটসোর্সিং জনবল ঠিকাদারের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি !

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সমস্ত বিদ্যালয়ে ৩০০ জন আউটসোর্সিং জনবল বিজ্ঞপ্তি !

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সমস্ত বিদ্যালয়ে ৩০০ জন আউটসোর্সিং জনবল বিজ্ঞপ্তি !


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি: দরপত্র ও নিয়োগ প্রক্রিয়া

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং শিশুদের স্কুলে উপস্থিতি ও পুষ্টি নিশ্চিত করতে সরকার 'সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি' হাতে নিয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের দুপুরে পুষ্টিকর খাবার সরবরাহ করা, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।


১। দরপত্র প্রক্রিয়া তথ্যাবলী

ফিডিং কর্মসূচির জন্য জনবল নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে সরকারের 'আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫' অনুযায়ী। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার সরাসরি কর্মী নিয়োগ না করে, একটি যোগ্য ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানকে কাজটি প্রদান করে। সেই প্রতিষ্ঠানই তাদের নিজস্ব প্রক্রিয়ায় প্রয়োজনীয় জনবল নিয়োগ ও ব্যবস্থাপনা করে।

২। কর্মস্থল সমূহ

কর্মস্থল হবে বাংলাদেশের বিভিন্ন জেলার নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। দরপত্রের বিস্তারিত তথ্যে নির্দিষ্ট অঞ্চলের নাম উল্লেখ থাকে।

৩। চাকুরী আবেদন প্রক্রিয়া

আউটসোর্সিং প্রক্রিয়ায় সরাসরি প্রার্থী নিয়োগ করা হয় না। আগ্রহী প্রার্থীদেরকে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। দরপত্র সম্পন্ন হওয়ার পর নির্বাচিত প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়।

৪। প্রার্থীর যোগ্যতা (শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC)/এসএসসি পাস বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে।

  • বয়সসীমা: সাধারণত ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত।

৫। প্রার্থীর অভিজ্ঞতা

বিভিন্ন পদের জন্য অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। যেমন:

  • অফিস সহকারি কাম-কম্পিঊটার অপারেটর পদে আবেদনকারীর বেসিক কম্পিঊটার চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকা আবশ্যক।

  • অফিস সহায়ক পদের জন্য পূর্ব অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হয়।

৬। পদের নাম ও সংখ্যা

ফিডিং কর্মসূচির আওতায় সাধারণত যে পদগুলোতে নিয়োগ দেওয়া হয়:

  • অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর - ১৫০ জন

  • অফিস সহায়ক - ১৫০ জন

পদের সংখ্যা দরপত্রের চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন হয় এবং এটি নির্দিষ্ট স্কুল বা প্রকল্পের উপর নির্ভর করে।

৭। ক্যাটাগরী ও বেতন

আউটসোর্সিং নীতিমালা ২০২৫ অনুযায়ী, দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। ফিডিং কর্মসূচির পদগুলো ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-৫ এর অন্তর্ভুক্ত। বেতন কাঠামো নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়।

৮। ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা

বেতনের পাশাপাশি কর্মীদের অন্যান্য ভাতা, যেমন ছুটির ভাতা, ইনসেনটিভ, এবং অন্যান্য সুযোগ-সুবিধা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।

৯। অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের নামের তালিকা

ফিডিং কর্মসূচির দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নাম দরপত্র উন্মুক্ত হওয়ার পর প্রকাশিত হয়। এই তালিকা সাধারণত দরপত্র নোটিশে বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যায়।

১০। সফল ও নির্বাচিত দরদাতা প্রতিষ্ঠানের নাম

দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর সফল দরদাতা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। এই প্রতিষ্ঠানটিই পরবর্তীকালে কর্মসূচি বাস্তবায়নের জন্য জনবল নিয়োগের দায়িত্ব পায়। আমরা এই তথ্য পাওয়ার সাথে সাথেই আপনাদের জানাবো।

৩৮টি মন্তব্য

প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর অতিসত্বর জবাব দেওয়া হবে। দয়া করা অপেক্ষা করুন।
  1. কি ভাবে আবেদন করবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আবেদন করতে ক্লিক করুনঃ https://www.outsourcing-job.com/p/job-apply.html

      মুছুন
    2. এই লিংক এ তো আবেদন করা যায় না

      মুছুন
  2. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ করলে সারকুলার কে ছাড়ে। কোম্পানি নাকি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আউটসোর্সিং নীতিমালা ২০২৫ অনুযায়ী হয়। দয়া করে নীতিমালা সঙ্গগ্রহ করার জন্য অনুরোধ করছি।

      মুছুন
    2. প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং জনবল নিয়োগ বিজ্ঞাপত্তি

      মুছুন
    3. ১৫ এপ্রিল ২০২৫-এর নিলিমালায় বলা হয়েছে অফিস সহায়ক এবং ড্রাইভার পদের জন্য আউটসোর্সিং লোক নেওয়া যাবে না — তাহলে এখন কেন অফিস সহায়ক পদে আউটসোর্সিং লোক নেওয়া হচ্ছে?

      মুছুন
  3. কোন প্রতিষ্ঠান নির্বাচিত হইলো।জানাবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রতিষ্টান নির্বাচিত হওয়ার সাথে সাথেই জানতে পারবেন। ধন্যবাদ

      মুছুন
  4. যোগাযোগের মাধ্যমটা জানাবেন?

    উত্তরমুছুন
  5. admin@outsourcing-bd.com or Whatsapp Number in Website or Contract Corm

    উত্তরমুছুন
  6. এটা কি পরে স্থানী বা রাজস্ব করা হবে

    উত্তরমুছুন
  7. এইটার দরপত্র তো সেপ্টেম্বরের ৩০ তারিখে বাছাই হওয়ার কথা ছিল এতদিনও হয়নি???

    উত্তরমুছুন

  8. আপ‌ডেট জানা‌বেন প্লিজ

    উত্তরমুছুন
  9. এটা শেষ তারিখ কবে

    উত্তরমুছুন
  10. কোন কোম্পানি কাজ পাইছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. দরপত্রটি এখনো সংশিষ্ট কর্তৃক মূল্যায়ন কাজ চলমান আছে। দরপত্রের মেয়াদ ১২০ দিন।

      মুছুন
  11. দরপত্রটি গত এখনো মূল্যায়ন চলমান আছে। আগামী ৩০/১২/২০২৫ তারিখের মধ্যে নির্বাচিত প্রতিষ্ঠানের নাম জানা যেতে পারে। ধন্যবাদ

    উত্তরমুছুন
  12. কিভাবে আবেদন করব জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
  13. কোন কোম্পানি কাজ পাইছে।

    উত্তরমুছুন
  14. এই চাকরি গুলোর মেয়াদ কত দিন

    উত্তরমুছুন
  15. এস.এস.সি পাস করে কি অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে যোগদান করা যায়?
    এবং এই চাকরির মেয়াদ কত বছর?

    উত্তরমুছুন
  16. এস.এস.সি পাস করে কি অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে যোগদান করা যায়?
    এবং এই চাকরির মেয়াদ কত বছর?

    উত্তরমুছুন
  17. এস.এস.সি পাস করে কি অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে যোগদান করা যায়?
    এবং এই চাকরির মেয়াদ কত বছর?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জ্বী, তবে কম্পিউটার এর উপর বিশেষ দক্ষতা প্রমানের জন্য ৩/৬ মাসের একটা কোর্স সার্টিফিকেট প্রয়োজন হয়।

      মুছুন
  18. এই প্রকল্প ৫ বছর পরে কি বন্ধ হয়ে যাবে, নাকি আরো মেয়াদ বাড়ানো হবে, জানালে অনেক কৃতজ্ঞ থাকিবো।

    উত্তরমুছুন
  19. উত্তরটি সরাসরি আমার পক্ষে দেওয়া সম্ভব না। যারা এই প্রজেক্টের দায়িত্বে আছে বা পরবর্তিতে যেই প্রতিষ্ঠান কাজ পাবে তারা বলতে পারবে। তবে একটি প্রজেক্টের বাস্থবায়ন শেষ হয়ে গেলে তা আর বর্ধিত করা হয়না। যদি কোন কারনে কাজ অসম্পূর্ণ থেকে যায় তাহলে তা বিশেষ ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ

    উত্তরমুছুন
  20. এক প্রকল্পের মেয়াদ কত দিন থাকবে? দয়া করে জানাবেন

    উত্তরমুছুন
  21. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  22. একবার বলা হচ্ছে ৬০ মাস, আরেকবার বলা হচ্ছে ২৬ মাস — কোনটা সত্য?

    উত্তরমুছুন
  23. দুঃখিত ৬০ মাস হবে প্রাণীসম্পদ অধিদপ্তর আওতাধীন প্রকল্পটি। এটা ২৬ মাস।

    উত্তরমুছুন
  24. ১৫ এপ্রিল ২০২৫-এর নিলিমালায় বলা হয়েছে অফিস সহায়ক এবং ড্রাইভার পদের জন্য আউটসোর্সিং লোক নেওয়া যাবে না — তাহলে এখন কেন অফিস সহায়ক পদে আউটসোর্সিং লোক নেওয়া হচ্ছে? আউটসোর্সিং নীতিমালা ২০২৫ কেন মানা হচ্ছে না?

    উত্তরমুছুন
  25. নীতিমালা ২০২৫ অনুযায়ী রাজস্ব খাতে ড্রাইভার ও অফিস সহায়ক পদে সেবা ক্রয় করা যাবে না। তবে এটা যেহেতু প্রকল্প ও এর নির্দিষ্ট মেয়াদ আছে তাই হয়ত এই পদে সেবা ক্রয় করা হচ্ছে। বিস্তারিত তথ্য দরপত্র ক্রয়কারীর নিকট জানা যাবে। ধন্যবাদ

    উত্তরমুছুন
  26. নীতিমালায় বলা হয়েছে— অফিস সহায়ক এবং ড্রাইভার বাদে ১৬ থেকে ২০ গ্রেডের পদে আউটসোর্সিং-এ লোক নিয়োগ হবে।
    নীতিমালা ভালো করে দেখেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রশাসনিক মন্ত্রণালয়ের যৌক্তিকতার আলোকে অর্থ বিভাগ অপ্রিহার্য সেবাসমূহ বিবেচনায় নিয়ে আউটসোর্সিং এর আওতাবিহির্ভূত রাখতে পারবে।

      মুছুন
  27. মোট কথা, এরা কোনো দিন ভালো হবে না

    উত্তরমুছুন