জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা কর্তৃক গত ১৫/০৪/২০২৫ খ্রি. তারিখে আউটসোর্সিং পদ্ধতিতে দুইটি লটে দরপত্র প্রকাশিত হয়। একটি লটে ২৬ জন এবং অপরটি ৩১ জন জনবলের দরপত্র মোট ৬ (ছয়) টি ঠিকাদার প্রতিষ্ঠান এতে অংশগ্রহন করে। মূল্যায়ন কমিটি কর্তৃক যাচাই বাচাই পূর্বক গত ২৬/০৬/২০২৫ খ্রি. তারিখে বিএসএস সিকিউরিটি সার্ভিসেস লিঃ কে ৩১ জন ও গালফ্ সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিঃ কে ২৬ জন জনবলের কার্যাদেশ প্রদান করে।
১) দরপত্র ক্রয়কারী কার্যালয় ও প্রয়োজনীয় তথ্যাবলী একনজরেঃ
- জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ১৫ মার্চ ২০২৫ খ্রি.
- দরপত্রের বৈধ সময়সীমাঃ ৯০ দিন
- পদ সংখ্যাঃ ২৬ জন (গালফ্ সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিঃ)
- পদ সংখ্যাঃ ৩১ জন (বিএসএস সিকিউরিটি সার্ভিসেস লিঃ)
- অংশগ্রহনকারী মোট ঠিকাদারঃ ০৬ টি
- গালফ্ সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিঃ এর কার্যাদেশ অনুযায়ী পদ সমূহঃ আয়া-১৭ জন, পরিচ্ছন্নতাকর্মী-০৬ জন ও ল্যাবরেটরী এটেনডেন্ট-০৩ জন মোট ২৬ জন।
- বিএসএস সিকিউরিটি সার্ভিসেস লিঃ এর কার্যাদেশ অনুযায়ী পদ সমূহঃ সর্দার-০২ জন, মালী-০১ জন, সহকারী বাবুর্চী-০৪ জন, আয়া-১০ জন, পরিচ্ছন্নতাকর্মী-১০ জন ও ল্যাবরেটরী এটেনডেন্ট ০৪ জন মোট ৩১ জন।
২) দরপত্র অনুযায়ী পদ ও যোগ্যতাঃ
- আয়া (ক্যাটাগরী-৫)
- স্থানঃ
- জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
- বেতনঃ
- ঢাকা মেট্রোপলিটন এলাকা ১৮১৮০/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি পাশ/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরী-৫)
- স্থানঃ
- জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
- বেতনঃ
- ঢাকা মেট্রোপলিটন এলাকা ১৮১৮০/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- ল্যাবরেটরী এটেনডেন্ট (ক্যাটাগরী-৫)
- স্থানঃ
- জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
- বেতনঃ
- ঢাকা মেট্রোপলিটন এলাকা ১৮১৮০/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- সহকারী বাবুর্চী (ক্যাটাগরী-৫)
- স্থানঃ
- জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
- বেতনঃ
- ঢাকা মেট্রোপলিটন এলাকা ১৮১৮০/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- মালী (ক্যাটাগরী-৪)
- স্থানঃ
- জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
- বেতনঃ
- ঢাকা মেট্রোপলিটন এলাকা ১৮৬১০/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- সর্দার (ক্যাটাগরী-৪)
- স্থানঃ
- জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
- বেতনঃ
- ঢাকা মেট্রোপলিটন এলাকা ১৮৬১০/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
৩) সফল দরদাতা প্রতিষ্ঠানের নামঃ
- গালফ্ সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিঃ ২৬ জন জনবল সরবরাহের কার্যাদেশ।
- বিএসএস সিকিউরিটি সার্ভিসেস লিঃ ৩১ জন জনবল সরবরাহের কার্যাদেশ।
উপরোক্ত দুইটি প্রতিষ্ঠান আউটসোর্সিং জগতে অভিজ্ঞ ও সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। আগ্রহী প্রার্থীগন অবশ্যই সরাসরি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ থাকবে। কোনরকম দালাল বা থার্ট পার্টির মাধ্যমে যোগাযোগ না করার জন্য নিরুৎসাহিত করছি।
আশা করি আউটসোর্সিং প্রক্রিয়ায় সফলভাবে চাকুরী করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। আপনার স্বপ্নের কর্মজীবনে পৌঁছাতে আমাদের এই ব্লগটি সব সময় আপনার পাশে থাকবে। নতুন কোনো সুযোগ বা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলে আমরা আপনাদের জানাতে প্রস্তুত।
দরপত্র বিজ্ঞপ্তি মোতাবেক কোন প্রকার তথ্য সংশোধন/সংযোজন/পরিবর্তন যোগ্য।
আপনার যেকোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নির্দ্বিধায় মন্তব্য করুন।
এসব চাকরি কতদিন করা যায়?
উত্তরমুছুনআউটসোর্সিং নীতিমালা ২০২৫ অনুযায়ী এখন প্রত্যেক চুক্তি ২ বছরের জন্য করা হয়। কর্মী নিয়োগ বিধিমালা ভঙ্গ না হলে ক্রয়কারী কখনো অভিজ্ঞ জনবল বাদ দেয় না। তাছাড়া নীতিমালা অনুযায়ী ক্রয়কারী না চাইলে ঠিকাদার প্রতিষ্ঠান জনবল বাদ দেওয়ার এখতেয়ার নেই।
উত্তরমুছুন