বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, দিনাজপুর কার্যালয়ে আউটসোর্সিং জনবল সরবরাহের নতুন দরপত্র প্রকাশিত হয়েছে। দরপত্র উন্মুক্তকরণ রিপোর্টে এবার মোট ৯ টি প্রতিষ্ঠান তাদের দরপত্র জমা দিয়েছে। উন্মুক্ত করণ রিপোর্ট অনুযায়ী প্রায় প্রত্যেকেই শর্তাবলী অনুযায়ী কাজ পাওয়ার যোগ্যতা রাখে। তবে দরপত্র শর্তাবলী অনুযায়ী প্রস্তাবিত জনবলের জীবন বৃত্তান্ত, যার সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা, পানি উন্নয়ন বোর্ডে পূর্বে প্রস্তাবিত জনবলের কাজ করার অভিজ্ঞতা এরকম বৈধ প্রত্যয়ন পত্র এবং নাগরিক ও চারিত্রিক সনদ প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক সত্যায়িত পূর্বক যে সকল প্রতিষ্ঠান সঠিকভাবে জমা দিয়েছে শুধুমাত্র তারাই কারিগরী মূল্যায়নে উত্তীর্ণ হওয়ার সম্ভাব আছে।
শুধুমাত্র যারা কারিগরী মূল্যায়নে উত্তীর্ণ হবে তাদেরই প্রস্তাবিত আর্থিক দর উন্মুক্ত করা হবে। বিধিমোতাবেক সর্বনিম্ন দরদাতা যোগ্য বলে বিবেচিত হবে।
এমতাবস্থায় যারা দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডে কাজ করার জন্য আগ্রহী, তাদেরকে আমি কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত দরদাতার সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দিচ্ছি। এবার চলুন দেখে নেয় দরপত্রে পূর্ণান্ত তথ্য
১) দরপত্র ক্রয়কারী কার্যালয় ও প্রয়োজনীয় তথ্যাবলী একনজরেঃ
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB), দিনাজপুর।
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ২৬ মে ২০২৫ খ্রি.
- দরপত্রের বৈধ সময়সীমাঃ ৯০ দিন
- মোট পদ সংখ্যাঃ ১৮ জন
- অংশগ্রহনকারী ঠিকাদারঃ ০৯ টি
- পদ সমূহঃ ড্রাইভার-২ জন, পাম্প অপারেটর-১ জন, চৌকিদার-৩ জন, খালাসী-৩ জন, পরিচ্ছন্নতাকর্মী-৩ জন, গেট অপারেটর-৪ জন, বাবুর্চী-১ জন এবং মোয়াজ্জ্বীন-১ জন মোট ১৮ জন।
- দরপত্র বিজ্ঞপ্তিঃ [দরপত্র বিজ্ঞপ্তিটি এখানে দেখুন]
২) দরপত্র অনুযায়ী পদ ও যোগ্যতাঃ
- ড্রাইভার- ০২ জন, ক্যাটাগরী-২
- স্থানঃ
- দিনাজপুর জেলা।
- বেতনঃ
- অন্যান্য জেলা-১৭, ৯৯২/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রশিক্ষণঃ বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- চৌকিদার/নিরাপত্তা প্রহরী- ০৩ জন, ক্যাটাগরী-৫
- স্থানঃ
- দিনাজপুর জেলা।
- বেতনঃ
- অন্যান্য জেলা-১৬, ৬৭৩/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- পরিচ্ছন্নতাকর্মী- ০৩ জন, ক্যাটাগরী-৫
- স্থানঃ
- দিনাজপুর জেলা।
- বেতনঃ
- অন্যান্য জেলা-১৬, ৬৭৩/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- খালাসী- ০৩ জন, ক্যাটাগরী-৫
- স্থানঃ
- দিনাজপুর জেলা।
- বেতনঃ
- অন্যান্য জেলা-১৬, ৬৭৩/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- গেট অপারেটর- ০৪ জন, ক্যাটাগরী-৫
- স্থানঃ
- দিনাজপুর জেলা।
- বেতনঃ
- অন্যান্য জেলা-১৬, ৬৭৩/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- পাম্প অপারেটর- ০১ জন, ক্যাটাগরী-২
- স্থানঃ
- দিনাজপুর জেলা।
- বেতনঃ
- অন্যান্য জেলা-১৭, ৯৯২/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি পাশ/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- বাবুর্চী- ০১ জন, ক্যাটাগরী-৪
- স্থানঃ
- দিনাজপুর জেলা।
- বেতনঃ
- অন্যান্য জেলা-১৭, ১০৮/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
- মোয়াজ্জ্বিন- ০১ জন, ক্যাটাগরী-৫
- স্থানঃ
- দিনাজপুর জেলা।
- বেতনঃ
- অন্যান্য জেলা-১৬, ৬৭৩/-
- ভাতাঃ ৩টি
- বছরে ২ (দুই) টি উৎসব ভাতাঃ মোট বেতনের ৫০% হারে প্রদেয়। (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্ম অনুযায়ী ২টি করে উৎসব ভাতা প্রদেয় হবে)
- বৈশাখী ভাতাঃ বেতনের ২০% শতাংশ হারে প্রদেয়।
- যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাঃ
- যোগ্যতাঃ এসএসসি/দাখিল/সমমান
- অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রশিক্ষনঃ ইমাম/মোয়াজ্জ্বীন পদে প্রশিক্ষন থাকতে হবে।
- বিশেষ দক্ষতাঃ সমুধুর ক্বেরাত পড়ার দক্ষতা থাকতে হবে।
- বয়সঃ ১৮-৬০
৩) অংশগ্রহনকারী দরদাতা প্রতিষ্ঠানের নামঃ
- AKOTA OUTSOURCING LTD.
- Al- Arafat Services (PVT.) Limited
- B.S.S SECURITY SERVICES LTD.
- DUCT ENGINEERING LTD.
- Fiha Engineering & Construction Ltd.
- M.R.I ENTERPRISE
- M/S- Glamer Enterprise
- SOFT TOUCH NETWORK
- Souad Business Line Limited
উপরোক্ত দরদাতা প্রতিষ্ঠানের মধ্যে যে কোন প্রতিষ্ঠান কাজ পাওয়ার যোগ্যতা রাখে। সফল দরদাতা নির্বাচিত হলে কেবল দরদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
আশা করি আউটসোর্সিং প্রক্রিয়ায় সফলভাবে চাকুরী করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। আপনার স্বপ্নের কর্মজীবনে পৌঁছাতে আমাদের এই ব্লগটি সব সময় আপনার পাশে থাকবে। নতুন কোনো সুযোগ বা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলে আমরা আপনাদের জানাতে প্রস্তুত।
দরপত্র বিজ্ঞপ্তি মোতাবেক কোন প্রকার তথ্য সংশোধন/সংযোজন/পরিবর্তন যোগ্য।
আপনার যেকোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নির্দ্বিধায় মন্তব্য করুন।
একটি মন্তব্য পোস্ট করুন