বগুড়া পানি উন্নয়ন বোর্ড: আউটসোর্সিং জনবল নিয়োগ ২০২৫-২৬ – বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া
বগুড়া পানি উন্নয়ন বোর্ড, বগুড়া কার্যালয় আউটসোর্সিং নীতিমালা ২০২৫ অনুযায়ী জনবল সরবরাহের দরপত্র প্রকাশিত করেছে। ই-জিপি পোর্টালে যথা সময়ে দরপত্রটি উন্মুক্তকরণ করা হলে মোট ০৬ (ছয়) টি ঠিকাদার প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে। দরপত্রটি এক খাম দুই ধাপ বিশিষ্ট প্রক্রিয়ায় হওয়ায় প্রাথমিকভাবে ০৬ (ছয়) টি প্রতিষ্ঠানই প্রথম পর্যায়ে কারিগরী যোগ্যতায় উত্তীর্ণ করেছে। পরবর্তীতে দরপ্রস্তাব উন্মুক্ত হলে ০৪ (চার) টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব হয়েছে ও অপর ০২ (দুই) টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব ভুল করেছে বলে অনুমান করা যায়।
এই দরপত্রে যে ০৪ (চার) টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব হুবহু হওয়ায় এদের মধ্যে যে কোন প্রতিষ্ঠান কাজ পাওয়ার যোগ্যতা রাখে। আপনি যদি বগুড়া জেলায় আউটসোর্সিং চাকুরী করতে চান? তাহলে এই নিম্নে বর্ণিত তথ্যবলী আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
১) ক্রয়কারীর ও দরপত্রের প্রাথমিক তথ্যাবলীঃ (এক নজরে)
- দরপত্র আহবানকারী প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB), বগুড়া।
- দরপত্র আহবানকারী কর্মকর্তার নামঃ মোঃ নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী
- দরপত্র আইডি: 1114374
- বিজ্ঞপ্তি স্মারক ও তারিখঃ T-5/1453, তারিখ: ২২/০৫/২০২৫
- কাজের নামঃ ২০২৩-২০২৬ অর্থ বছরের জন্য বগুড়া পওর সার্কেল বাপাউবো, বগুড়া পওর বিভাগ বাপাউবো, বগুড়ার জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন
- বাজেটের ধরণঃ রাজস্ব (Revenue)
- জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ২৪ জুন ২০২৫, বিকাল ০৩:০০ টা
- উন্মুক্তকরণের তারিখ ও সময়: ২৪ জুন ২০২৫, বিকাল ০৩:০০ টা
- দরপত্র বৈধতার মেয়াদ: ২২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত
- কাজের মেয়াদঃ চুক্তি সম্পাদনের তারিখ থেকে ১২ (বারো) মাস (নবায়নযোগ্য)
- অংশগ্রহনকারী ঠিকাদার প্রতিষ্ঠানের সংখ্যাঃ ৬টি
- সফল ঠিকাদার প্রতিষ্ঠানের নামঃ সম্ভাব্য তালিকা এদের মধ্যে হতে যে কোন ০৪ (চার) টি ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় সম্ভাবনা আছে।
- DUCT ENGINEERING LTD.
- B.S.S SECURITY SERVICES LTD.
- ARAB SERVICE PRIVATE LIMITED
- M/S ATHOBA TRADING SYSTEM
২) বগুড়া পানি উন্নয়ন বোর্ডের আউটসোর্সিং জনবল নিয়োগের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলোঃ
পদের নাম ও ক্যাটাগরীঃ
- পাম্প অপারেটর (Pump Operator): ২ জন (ক্যাটাগরি-২)
- কুক (Cook): ১ জন (ক্যাটাগরি-৪)
- চৌকিদার (Chowkider): ৪ জন (ক্যাটাগরি-৫)
- ক্লিনার (Cleaner): ৩ জন (ক্যাটাগরি-৫)
- গেট অপারেটর (Gate Operator): ৬ জন (ক্যাটাগরি-৫)
- খালাসী (খাল / বাঁধ) (Khalashi - Canal / Embankment): ৩ জন (ক্যাটাগরি-৫)
- মোয়াজ্জিন (Muazzin): ১ জন ক্যাটাগরি-৪
কর্মস্থানঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB), বগুড়া পওর সার্কেল এবং বগুড়া পওর বিভাগ, বগুড়া ।
ক্যাটাগরি অনুযায়ী বেতনঃ
- ক্যাটাগরি-২: ১৯,৪০০ টাকা
- ক্যাটাগরি-৪: ১৭,৮৯০ টাকা
- ক্যাটাগরি-৫: ১৬,৬৭৩ টাকা
- পাম্প অপারেটর: জেএসসি/এসএসসি/এইচএসসি পাশ বা ডিপ্লোমা।
- কুক: জেএসসি/এসএসসি পাশ।
- চৌকিদার: জেএসসি/এসএসসি পাশ।
- ক্লিনার: জেএসসি/এসএসসি পাশ।
- গেট অপারেটর: জেএসসি/এসএসসি পাশ।
- খালাসী: জেএসসি/এসএসসি/এইচএসসি পাশ।
- মোয়াজ্জিন: এসএসসি/সমমান পাশ এবং হাফেজ-ই-কুরআন।
উপরোক্ত ০৪ (চার) টি প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে আগ্রহী প্রার্থীগন অবশ্যই সরাসরি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ থাকবে। কোনরকম দালাল বা থার্ট পার্টির মাধ্যমে যোগাযোগ না করার জন্য নিরুৎসাহিত করছি।
আশা করি আউটসোর্সিং প্রক্রিয়ায় সফলভাবে চাকুরী করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। আপনার স্বপ্নের কর্মজীবনে পৌঁছাতে আমাদের এই ব্লগটি সব সময় আপনার পাশে থাকবে। নতুন কোনো সুযোগ বা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলে আমরা আপনাদের জানাতে প্রস্তুত।
দরপত্র বিজ্ঞপ্তি মোতাবেক কোন প্রকার তথ্য সংশোধন/সংযোজন/পরিবর্তন যোগ্য।
আপনার যেকোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নির্দ্বিধায় মন্তব্য করুন।
একটি মন্তব্য পোস্ট করুন