বরিশাল পানি উন্নয়ন বোর্ড: আউটসোর্সিং জনবল নিয়োগ ২০২৫-২৬ – বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া।
বাংলাদেশের মধ্যে বরিশাল হচ্ছে নদি-নালায় বিস্তৃত একটি জেলা। অন্যান্য জেলা থেকে এই অঞ্চলে পানি উন্নয়ন বোর্ড, বরিশালের কাজ অনেকটা সক্রিয়। আপনি যদি নিজ এলাকায় আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহন নীতিমালা ২০২৫ অনুযায়ী কাজ করতে চান। তাহলে আপনার জন্য আমার লেখাগুলো সার্থক হতে পারে। আগ্রহী প্রার্থীগণ নিম্নে বর্ণিত তথ্যাবলী মোতাবেক সঠিক ও নির্ধারিত ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে যোগ্যতা অনুযায়ী চাকুরী করতে পারবেন।
এক নজরে দেখুনঃ
১। দরপত্র প্রক্রিয়া তথ্যাবলী
দরপত্র আহবানকারী প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB), বরিশাল।
দরপত্র আহবানকারী পদবী নামঃ নির্বাহী প্রকৌশলী
দরপত্র আইডি: ১১২৩০৮০
দরপত্র বাজেটের ধরণঃ রাজস্ব (Revenue)
দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ০৮ জুলাই ২০২৫, বিকাল ০৪:০০ টা
দরপত্র উন্মুক্তকরণের তারিখ ও সময়: ০৮ জুলাই ২০২৫, বিকাল ০৪:০০ টা
দরপত্রের কাজের মেয়াদঃ ৩০ জুন ২০২৭ মোট ২৪ (চব্বিশ) মাস (নবায়নযোগ্য)
দরপত্রে অংশগ্রহনকারী ঠিকাদার প্রতিষ্ঠানের সংখ্যাঃ ৮টি
২। কর্মস্থল সমূহ
বরিশাল পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, বরিশাল।বরিশাল পানি উন্নয়ন উপ-বিভাগ, বাপাউবো, বরিশাল।
বাবুগঞ্জ পানি উন্নয়ন উপ-বিভাগ, বাপাউবো, বরিশাল।
গৌরনদী পানি উন্নয়ন উপ-বিভাগ, বাপাউবো, গৌরনদী, বরিশাল।
বরিশাল পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, বরিশাল।
বরিশাল পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, বরিশাল।
হিজলা পানি উন্নয়ন শাখা, বাপাউবো, বরিশাল।
বাবুগঞ্জ পানি উন্নয়ন শাখা-১, বাপাউবো, বরিশাল।
কোতয়ালী পানি উন্নয়ন শাখা, বাপাউবো, বরিশাল।
বরিশাল পানি উন্নয়ন সদর শাখা, বাপাউবো, বাপাউবো, বরিশাল।
উপ-সহকারী প্রকৌশলী/প্রাক্কলনিক বাপাউবো, বরিশাল।
বাবুগঞ্জ বিআইপি পানি উন্নয়ন সদর শাখা, বাপাউবো, বরিশাল।
সাতলা পানি উন্নয়ন শাখা-১, বাপাউবো,গৌড়নদী, বরিশাল।
সাতলা পানি উন্নয়ন শাখা-২, বাপাউবো, গৌরনদী, বরিশাল।
আগৈলঝাড়া পানি উন্নয়ন শাখা, বাপাউবো,বরিশাল।
বরিশাল যান্ত্রিক পওর বিভাগ, বাপাউবো, বরিশাল।
ওয়ার্কশপ উপ-বিভাগ, বাপাউবো, বরিশাল।
বাবুগঞ্জ পানি উন্নয়ন শাখা-২, বাপাউবো, বরিশাল।
৩। চাকুরী আবেদন প্রক্রিয়া
৪। প্রার্থীর যোগ্যতা ( শিক্ষাগত যোগ্যতা ও বয়স)
ড্রাইভার (ভেহিক্যাল), ক্যাটাগরী-২শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস বা স্বীকৃত বোর্ড থেকে সমমানের সার্টিফিকেটধারী।
বয়স: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।
পাম্প অপারেটর, ক্যাটাগরী-২
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস বা স্বীকৃত বোর্ড থেকে সমমানের সার্টিফিকেটধারী।
বয়স: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।
সহকারী বাবুর্চী, ক্যাটাগরী-৫
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস বা স্বীকৃত বোর্ড থেকে সমমানের সার্টিফিকেটধারী।
বয়স: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।
চৌকিদার, ক্যাটাগরী-৫
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস বা স্বীকৃত বোর্ড থেকে সমমানের সার্টিফিকেটধারী।
বয়স: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।
মালী, ক্যাটাগরী-৪
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস বা স্বীকৃত বোর্ড থেকে সমমানের সার্টিফিকেটধারী।
বয়স: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।
পরিচ্ছন্নতাকর্মী, ক্যাটাগরী-৫
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস বা স্বীকৃত বোর্ড থেকে সমমানের সার্টিফিকেটধারী।
বয়স: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।
গেট অপারেটর, ক্যাটাগরী-৫
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস বা স্বীকৃত বোর্ড থেকে সমমানের সার্টিফিকেটধারী।
বয়স: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।
খালাসী, ক্যাটাগরী-৫
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস বা স্বীকৃত বোর্ড থেকে সমমানের সার্টিফিকেটধারী।
৫। প্রার্থীর অভিজ্ঞতা
পাম্প অপারেটরঃ প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে ৪ (চার) বছরের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা।
৬। পদের নাম ও সংখ্যা
ড্রাইভার-২ জনপাম্প অপারেটর-২৪ জন
সহকারী বাবুর্চি-২ জন
চৌকিদার-৩ জন
মালী-১ জন
পরিচ্ছন্নতাকর্মী-২ জন,
গেট অপারেটর-৮ জন
৭। ক্যাটাগরী অনুযায়ী বেতনঃ
ক্যাটাগরি-২, অন্যান্য এলাকার জন্য: মাসিক ১৭,৯৯২ টাকা।ক্যাটাগরি-৪, অন্যান্য এলাকার জন্য: মাসিক ১৮,৬৬০ টাকা।
৮। ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাঃ
উৎসব প্রণোদনা: কর্মীরা বছরে দুটি উৎসব প্রণোদনা পাবেন, যা এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক (৫০%) হারে নির্ধারিত।বৈশাখী প্রণোদনা: বাংলা নববর্ষ উপলক্ষে মাসিক সেবামূল্যের এক-পঞ্চমাংশ (২০%) হারে বৈশাখী প্রণোদনা পাবেন।
ছুটি: বছরে ১৫ দিনের ছুটি প্রাপ্য হবেন।
মাতৃত্বকালীন ছুটি: নারী কর্মীরা ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন।
পেনশন: কর্মীদের জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে।
৯। অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের নামের তালিকা
৩.১। সফল ও নির্বাচিত দরদাতা প্রতিষ্ঠানের নাম ও অন্যান্য তথাবলী
দরপত্রটি এখনো মূল্যায়ন পর্যায়ে চলমান থাকায় এখনো কোন প্রতিষ্ঠানকে বাছাই করা হয়নি। বরিশাল বাপাউবো কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠান চূড়ান্ত হলে জানতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন