uBrWjKKn0X6E2EFaU2timxnEY6hvslf4pFTE5iAL

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ৩২ জন জনবলের চাকুরির দরপত্র প্রকাশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ৩২ জন জনবলের চাকুরির দরপত্র প্রকাশ।

ঢাকা জেলার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মনোরম পরিবেশে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহন নীতিমালা ২০২৫ অনুযায়ী ডাইনিং এটেনডেন্ট, মালী, নিরাপত্তা প্রহরী ও নিরাপত্তা প্রহরী পদে চাকুরি করতে আগ্রহী হলে নিম্নে লিখিত তথ্যবলী আপনাকে চাকুরী পাওয়ার ক্ষেত্রে  সঠিক দিকনের্শেনা নিতে পারেন। 

১) দরপত্র ক্রয়কারী কার্যালয়ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। 

২) দরপত্র অনুযায়ী পদ ও যোগ্যতাঃ 

  • নিরাপত্তা প্রহরী-৬ জন, (পুরুষ), বেতনঃ ১৭,১৭৫/-
  • পরিচ্ছন্নতাকর্মী-১২ জন, (পুরুষ ও মহিলা), বেতনঃ ১৭,১৭৫/-
  • মালী-২ জন, (পুরুষ), বেতনঃ ১৭,১৭৫/-
  • ডাইনিং এটেনডেন্ট-১২ জন, (পুরুষ ও মহিলা), বেতনঃ ১৭,১৭৫/-
  • বয়সসীমাঃ ১৮-৪০, 
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান
  • ভাতাঃ বেতনের ৫০%  করে দুটি উৎসব ভাতা ও ২০% নববর্ষ ভাতা প্রদেয়।  

৩) দরপত্রে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের নামঃ 

  • ক. বি এস এস সিকিউরিটি সার্ভিসেস লিঃ 
  • খ. এম আর ফিউচার বাংলাদেশ (প্রাঃ) লিঃ  

৪) সফল দরদাতা প্রতিষ্ঠানের নামঃ সর্বশেষ তথ্য অনুযায়ী উপরে বর্নিত দুটি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর অতিসত্বর জবাব দেওয়া হবে। দয়া করা অপেক্ষা করুন।