uBrWjKKn0X6E2EFaU2timxnEY6hvslf4pFTE5iAL

ডাক অধিদপ্তর এর আওতাধীন ৫৯৫ জন আউটসোর্সিং সেবাকর্মী নিয়োগ।

ডাক অধিদপ্তর এর আওতাধীন ৪৯৫ জন আউটসোর্সিং সেবাকর্মী নিয়োগ।

পদের তালিকা, সেবামূল্যা ও ক্যাটাগরিঃ

০১। পোস্টম্যান ২৮৯ জন (ক্যাটাগরি-৫)
০২। স্ট্যাম্প ভেন্ডার ০৩ জন (ক্যাটাগরি-৫)
০৩। ফটোকপি অপারেটর ০১ জন (ক্যাটাগরি-৫)
০৪। রানার ১৪৫ জন (ক্যাটাগরি-৫)
০৫। এটেনডেন্ট ০৮ জন (ক্যাটাগরি-৫)
০৬। পেক্যার ৩৫ জন (ক্যাটাগরি-৫)
০৭। ক্লিনার ১০ জন (ক্যাটাগরি-৫)
০৮। মালী ০৭ জন (ক্যাটাগরি-৪)
০৯। ড্রাইভার (হালকা) ৩০ জন (ক্যাটাগরি-২)
১০। ড্রাইভার (ভারী) ১৫ জন (ক্যাটাগরি-১)

প্রার্থীর যোগ্যতাঃ 

বয়সঃ ১৮-৬০
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ
অভিজ্ঞতাঃ সংশিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা 
কর্মস্থলঃ সকল জেলা

যেভাবে আবেদন করবেনঃ

মোট ১৬ টি প্রতিষ্ঠান এই দরপত্রের জন্য অংশগ্রহন করে। আল-আরাফাত সার্ভিস (প্রাঃ) লিঃ নামক প্রতিষ্ঠান এই কাজের জন্য মনোনিত হয়েছে। তবে ঠিকাদার প্রতিষ্ঠানটি এখনো চূড়ান্ত কার্যাদেশ পায়নি। 




সবচেয়ে পুরাতননবীনতর

৩টি মন্তব্য

প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর অতিসত্বর জবাব দেওয়া হবে। দয়া করা অপেক্ষা করুন।
  1. আমি আবেদন কি ভাবে করবো

    উত্তরমুছুন
  2. ডাক বিভাগ এ আউটসোর্সিং নিয়োগ এর কি অবস্থা এখন

    উত্তরমুছুন
  3. ডাক অধিদপ্তর এর আওতাধীন ৫৯৫ জন আউটসোর্সিং সেবাকর্মী নিয়োগের দরপত্রটি আল আরাফাহ সার্ভিসেস (প্রাঃ) লিঃ প্রতিষ্ঠানটি পেয়েছে। আমি আবেদন প্রার্থী হলে দয়া করা তাদের সথে যোগাযোগ করতে পারবেন।

    উত্তরমুছুন