uBrWjKKn0X6E2EFaU2timxnEY6hvslf4pFTE5iAL

অগ্রণী ব্যাংক পিএলসি এর আওতাধীন ৩০০০ জন নিরাপত্তা প্রহরী দরপত্র প্রকাশ।

অগ্রণী ব্যাংক পিএলসি. এর বিভিন্ন শাখা, কার্যালয়, এটিএম বুথ, পার্কিং বুথ, পার্কিং এরিয়া ও অন্যান্য স্থাপনার জন্য ৩০০০ জন আউটসোর্সিংফ সিকিউরিটি গার্ড সে

 


কাজের নামঃ 

অগ্রণী ব্যাংক পিএলসি. এর বিভিন্ন শাখা, কার্যালয়, এটিএম বুথ, পার্কিং বুথ, পার্কিং এরিয়া ও অন্যান্য স্থাপনার জন্য ৩০০০ জন আউটসোর্সিংফ সিকিউরিটি গার্ড সেবা ক্রয়ের লক্ষ্যে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ। 


বেতন ও ভাতাঃ 

আউটসোর্সিং নীতিমালা, ২০২৫ অনুযায়ী বেতন ভাতা প্রাপ্ত হবে। 


কর্মস্থলঃ 

বাংলাদেশের প্রত্যেক জেলা ও উপজেলা ভিত্তিক কর্মস্থলের সুযোগ রয়েছে। দরপত্র বিজ্ঞপ্তি বা দরপত্র সিডিউলে স্পষ্ট উল্লেখ নেই। 


দরপত্র প্রকাশের তারিখঃ ১৯-০৩-২০২৫

দরপত্র বিক্রয়ের সর্বশেষ তারিখঃ ০৯-০৪-২০২৫ (অফিস চলাকালীন সময়)

দরপত্র জমা তারিখ ও খোলার সময়ঃ ১০-০৪-২০২৫


যে সমস্ত প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহন করেছেঃ 

অগ্রণী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয় ৩০০০ জন নিরাপত্তা প্রহরী সরবরাহের দরপত্রে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান সমূহ-

১. ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিস।

২. প্রিমা সিস সিকিউরিটি লিঃ।

৩. ফাস্ট ম্যানেজমেন্ট লিঃ।

৪. সেইভ হ্যান্ড গার্ড সিকিউরিটি সার্ভিসেস লিঃ 

৫. বেস্ট ফোর্স লিঃ 

৬. আল আরাফাত সার্ভিসেস লিমিটেড

৭. বিনিময় সিকিউরিটি সার্ভিস লিঃ।

৮. কিনটেক ফোর্স  

৯. এম আর ফিউচার বাংলাদেশ লিঃ।

১০. সেন্টি সিকিউরিটি 

১১. হেলাল মৃধা আউট 

১২. মিলেনিয়াম সারটিস।

১৩. জেরিন সিকিউরিটি সার্ভিস 

১৪. বি এস এস সিকিউরিটি সার্ভিসেস লিঃ 

১৫. এক্সপার্ট সিকিউরিটি সার্ভিস 

১৬. বিগ ফোর্স 

১৭. বেস্ট অফ বাংলা লিমিটেড 

১৮. ট্রাস্ট সিকিউরিটি লিঃ।

১৯. হোসেন সিকিউরিটি সার্ভিস লিঃ।

২০. ইলিয়ট

২১. বুশরা সিকিউরিটি 

২২. গাল্ফ সিকিউরিটি সার্ভিস লিঃ।

২৩. ফেলুন সিকিউরিটি সার্ভিস লিঃ

২৪. ডিপেন্ডেন্ট ফোর্স।

২৫. পুলিশ ট্রাস্ট।

২৬. শীতলক্ষা ফাউন্ডেশন।

২৭. মেরিয়ট সিকিউরিটি।

২৮. এইচ এস এল সাইট্রিক।

২৯. স্বপ্নীল সিমান্ত।

৩০. পৃস্টিন

৩১. ফিউচার সিকিউরিটি 

৩২. ইউরো বিডি প্রাইভেট লিমিটেড ।

৩৩. বিবি ভিজিল্যান্স।

৩৪. এবি সিকিউরিটি।

৩৫. আর জে লজিস্টিক সার্ভিস লিঃ।

৩৬. জে এস এসে এসব এল।

৩৭. বিল্ড ফোর্স লিঃ।

৩৮. কান্ট্রি সিকিউরিটি সার্ভিস লিঃ।

৩৯. গাফফার সিকিউরিটি সার্ভিস লিঃ 

৪০. ঢাকা গার্ড লিঃ

প্রতিষ্ঠানের নামের বানান ভুলের সংশোধনের জন্য Contract Form এ যোগাযোগ করুন। 


চাকুরী করার জন্য আবেদনঃ 

দরপত্রটি এখনো মূল্যায়ন কমিটি কর্তৃক যাচাই বাছাই চলমান রয়েছে। দরপত্র বৈধতার মেয়াদ ৯০ দিন হওয়ায় আগামী মে/২০২৫ মাসের মধ্যে কর্তৃপক্ষ যোগ্য ঠিকাদার বাচাই করতে সক্ষম হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর অতিসত্বর জবাব দেওয়া হবে। দয়া করা অপেক্ষা করুন।